Logo

খেলাধুলা    >>   বাংলাদেশের বিপর্যয়, ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

বাংলাদেশের বিপর্যয়, ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

বাংলাদেশের বিপর্যয়, ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডারের দারুণ আক্রমণে ধুঁকছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও বিদায় করেছেন মুল্ডার। শান্ত মাত্র ৭ বলে ৭ রান করে কেশব মহারাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ৬ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ২১ রান। ক্রিজে এখন ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম রাবাদার প্রথম ওভার কাটিয়ে দিলেও মুল্ডারের দ্বিতীয় ওভারের ফুল লেন্থ ডেলিভারিতে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়ে খালি হাতে সাজঘরে ফেরেন। এরপর মুমিনুলও মুল্ডারের বলে বিদায় নেন।

বাংলাদেশ দলের হয়ে আজ টেস্টে অভিষেক হয়েছে জাকের আলী অনিকের, যাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। জাকের বাংলাদেশ দলের ১০৫তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক করেছেন।

বাংলাদেশ আজ একমাত্র পেসার হাসান মাহমুদের সঙ্গে তিনজন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলাম—নিয়ে খেলছে। তবে পেসার তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দলে নেই। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশের একাদশ:

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, জাকের আলী অনিক।

দক্ষিণ আফ্রিকার একাদশ:

এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজ, কাইল ভেরিয়েন্নে (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন পিয়েট।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert